আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:২৪

সাংবাদিক লিটনের উপর হামলাকারীরা এখনো অধরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০১:১৯ অপরাহ্ণ
সাংবাদিক লিটনের উপর হামলাকারীরা এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সাংবাদিক নিজামুল হক লিটনের উপর হামলাকারী দক্ষিণ সুরমার আলমপুর এলাকার ভুমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল আহাদ, স্বপন নাথ ও জয়নাল আহমদ এখনো অধরা।

এ ঘটনায় মামলা দায়েরের সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি।

দক্ষিণ সুরমায় রাতের আঁধারে মাটি লুটের ঘটনায় সিলেটের বার্তায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সিলেটের বার্তা টুয়েন্টি ফোর ডটকমের নিউজ ইনচার্জ নিজামুল হক লিটনের উপর হামলা চালায় তারা।

এ ঘটনায় ২২ মার্চ, শুক্রবার রাতে সাংবাদিক লিটন বাদি হয়ে এসএমপির মোগলাবাজার থানায় আলমপুর এলাকার ভুমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল আহাদ, স্বপন নাথ ও জয়নাল আহমদকে আসামী করে মামলা (নং-১১) দায়ের করেন।

সাংবাদিক লিটন জানান, হামলাকারী আব্দুল আহাদের নেতৃত্বে আলমপুর ও আশপাশ এলাকায় মাটি লুট করা হচ্ছে। স্থানীয়রা ভয়ে তার প্রতিবাদ করছেন না। এ ঘটনায় রিপোর্ট প্রকাশ করলে সে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর রাজীব কুমার রায় জানিয়েছেন, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের আটক করা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১