আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৩:৫২

করোনায় নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জের নারীর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ
করোনায় নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জের নারীর মৃত্যু

প্রবাস বার্তা:: নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক নারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এনিয়ে করোনাভাইরাসে নিউইয়র্কে মোট ১১ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মৃত জাহানারা বেগম (৭৫) বাড়ি ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে।

নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ নিবাসী মাহমুদুর রহমান।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন নিউইয়র্কের অনেক সংবাদকর্মী। সর্বশেষ সাংবাদিক ফরিদ আলম ও আলোকচিত্রী স্বপন হাই আক্রান্ত হয়েছেন। স্বপন হাই কিডনি জটিলতা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৯ হাজার ৬৮২ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ১৯৮৮ জনের। নিউইয়র্কে ৫২ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৭২৮ জনের।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১