আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১১:০৯

শাহপরাণে ডেঞ্জার কাওসার পলাতক, নারী ভোগই যার নেশা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ১২:৩১ পূর্বাহ্ণ
শাহপরাণে ডেঞ্জার কাওসার পলাতক, নারী ভোগই যার নেশা

সিলেটের বার্তা প্রতিবেদন:: প্রেমের সম্পর্ক গড়ে তুলা। সখ্যতা বাড়ানো। অতঃপর দেহ ভোগ করাই যার মিশন।

শুধু তাই নয়, বিয়ের প্রলোভন দেখিয়েও যুবতীদের সাথে গড়ে তুলে অনৈতিক সম্পর্ক।

এরকম অভিযোগ নতুন নয়।

সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া সিকন্দরটুলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে কাওছার।

তার বিরুদ্ধে রেশমা (ছদ্মনাম) নামের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঝুমা বর্তমানে ৪/৫মাসের অন্তঃসত্ত্বা। গরীব আর অসহায়ত্বের সুযোগ নিয়ে কাওছার তাকে ভোগ করতে থাকে।

শাহপরাণ থানায় মামলা নং(১৯)। ভিকটিমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলা দায়েরের পর থেকে ডেঞ্জার কাওছার গা ঢাকা দিয়েছে। খবর পাওয়া গেছে হুসেন নামে তার এক দুলা ভাইয়ের মদদেই সে আত্মগোপনে চলে যায়।

এদিকে রেশমার (ছদ্মনাম) বৃদ্ধ মায়ের অবস্থাও খুব একটা ভাল নয়। গর্ভে থাকা নিষ্পাপ শিশুর কী হবে? আদৌ কি পিতৃপরিচয় পাবে এই শিশুটি।

এদিকে কাওছারকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে৷

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) যোবেদা বেগম সিলেটের বার্তাকে বলেন, পুলিশ কাওছারকে গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

তাকে শিগগিরই আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১