আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৩:১৭

সিলেটে ১০০ আলেম পরিবারকে সহায়তা দেবে সিয়ানাহ ট্রাস্ট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১১:১৯ পূর্বাহ্ণ
সিলেটে ১০০ আলেম পরিবারকে সহায়তা দেবে সিয়ানাহ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাসে কাঁপছে বাংলাদেশসহ পুরো দুনিয়া। তালাবদ্ধ হয়ে পড়েছে জীবনযাত্রার সবদিক।সৃষ্টি হয়েছে এক দুর্বিক্ষের মতো।

শুধু করোনা ভাইরাস প্রাণঘাতী নয়। ভাইরাসকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিও যথেষ্ট আশংকাজনক। পুরো বিশ্ব স্থবির। সরব পথগুলো নীরব নিস্তব্ধ। জনজীবন বিপর্যস্ত। কর্মব্যস্ততা নেই বললে চলে।

এমন অস্বাভাবিক পরিস্থিতিতে নানা পেশার খেটে-খাওয়া মধ্যবিত্ত মানুষগুলো সর্বাধিক বিপদগ্রস্ত। সবার বর্তমান অবস্থা তো খুব ভালোভাবে বলতে পারবো না। আজ আমার-আমাদের আশেপাশের দ্বীনদার অভাবী উলামায়ে কেরামের কাছে গোপনে আর্থিক সহায়তা নিয়ে পৌছে যাবে ‘সিয়ানাহ ট্রাস্ট’।

সিয়ানাহ ট্রাস্ট সূত্র জানায়, সিলেটে মাদরাসা শিক্ষকদের বেতন ২৫০০/৩০০০ টাকা থেকে শুরু। ৯৫% মাদরাসায় সর্বোচ্চ বেতন ১০/১২ হাজার। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বোচ্চ বেতনধারী শিক্ষকের জন্যও মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যেখানে কঠিন। সেখানে সর্বনিম্ন বেতনপ্রাপ্ত শিক্ষকদের টানাপোড়েনের কথা আলাদাভাবে না বললেও চলে।

তো যেভাবেই হোক, সবকিছু ঠিকঠাক যাচ্ছিলো। আচমকা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হলো। ফলে প্রায় শূন্য হাতে অনেক আলেম বাড়িতে উপস্থিত। কারণ হুট করে বন্ধ হওয়াতে বেতন পাওয়া হয়নি।

পুরোপুরি অভাবী, বিপদগ্রস্ত সেইসব আলেমদের পাশে দাড়াতে চায় সিয়ানাহ ট্রাস্ট। এহেন সংকটপূর্ণ মূহুর্তে সাহস যোগাতে চায়৷ জানাতে চায়, ‘হে ভাই! তুমি একা নও। আমরা আছি তোমাদের পাশে’।

সিয়ানাহ ট্রাস্ট কর্তৃপক্ষ আপাতত সিলেট বিভাগের ১০০ জন আলেম পরিবারের সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে।

সর্বনিম্ন বাজেট ২ লাখ টাকা সহায়াত প্রদানের বাজেট গ্রহণ করেছে ট্রাস্টটি।

বিত্তবানদের প্রতি ট্রাস্টের নিবেদন যদি উদারভাবে সহযোগিতার হাত প্রসারিত করেন, তাহলে প্রত্যেক পরিবার ২ হাজার টাকা করে পাবে৷ ক্ষুধার্ত শিশুদের মুখে সাময়িক সময়ের জন্যে হলেও হাসি ফুটবে৷

অবশেষে তারা এই সংকটময় পরিস্থিতিতে অভাবী আলেমদের পাশে দাঁড়ানো৷ সাহস যোগানোসহ সকল কল্যাণময় কাজে সকলের পরামর্শ, দোয়া ও সার্বিক সহযোগিতা ও মহান আল্লাহ তায়ালা আমাদের তাওফিক্ব প্রার্থনা করেছেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১