আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১১:১৫

ঢাকা-সিলেট ছাড়া সকল ফ্লাইট বাতিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৪:১১ পূর্বাহ্ণ

সিলেটের বার্তা ডেস্ক:: ঢাকা-সিলেট ছাড়া বাকি সকল রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশের ভেতরেও ৩১ মার্চ পর্যন্ত ছয়টি রুটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুধু সিলেটে রুটে কয়েকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

রবিবার (২২ মার্চ) রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, ২৫ মার্চ থেকে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে। ২৭ মার্চ থেকে ঢাকা-বরিশাল রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

মোকাব্বির হোসেন বলেন, ‘ঢাকা-সিলেট রুটের সব ফ্লাইট বাতিল করেনি বিমান। এই রুটে কেবল ২৫ মার্চ থেকে দুটি (বিজি ৬০১ ও ৬০২) ফ্লাইট, আর  ২৯ ও ৩০ মার্চের দুটি ফ্লাইট (বিজি ৪০১ ও ৪০২) বাতিল করা হয়েছে।’

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১