
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভেঙে দিল বিয়ের আসর। জনসমাগমের নিষেধাজ্ঞা না মানায় আদায় করা হল জরিমানাও।
শুক্রবার (২০ মার্চ) কোম্পানিগঞ্জ উপজেলার শীলের ভাঙা নদী তীরে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উভয় পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষায় জনসমাগম নিষিদ্ধ হলেও বিয়ের আয়োজন করায় বর-কনে উভয়পক্ষকে জরিমানা করা হয়েছে।