আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:০৫

ইসলামপুর প্রিমিয়ার লীগের ফাইনালে চ্যাম্পিয়ন ইসলামপুর কিংস

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৪, ২০২০, ০১:০৩ অপরাহ্ণ
ইসলামপুর প্রিমিয়ার লীগের ফাইনালে চ্যাম্পিয়ন ইসলামপুর কিংস

খেলাধুলা বার্তা:: সিলেট শহরতলীর মেজরটিলা ইসলামপুরে আয়োজিত ইসলামপুর প্রিমিয়ার লীগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামপুর কিংস টিম।

সিলেট সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইসলামপুর ক্রিকেট টিম আয়োজিত ২য় তম প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ১৩ই মার্চ শুক্রবার বিকাল ৩টায় ইসলামপুর ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে শিরোপা লড়াইয়ে ৮ রানের ব্যবধানে ইসলামপুর ফাইটার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলামপুর কিংস।

ইসলামপুর নিঝুম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাসুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বুরহান উদ্দিন, মাহমোদুল হাসান লিংকন, আব্দুল গফুর, শাহ আলম, আবুল কালাম, আহাদ আহমদ, আসুক আহমদ ও মখলিছ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আপনাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার চর্চা করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। আর এজন্য আপনাদের সকলে মিলে মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১