আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:৫১

বাঘা থেকে চুরি হওয়া মোটরসাইকেল আলমপুরে উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২০, ০৪:২৩ অপরাহ্ণ
বাঘা থেকে চুরি হওয়া মোটরসাইকেল আলমপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোলাপগঞ্জ বাঘা এলাকা থেকে চুরি একটি মোটরসাইকেল মোগলাবাজার থানার আলমপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত আল আমিন (২০), আলমপুর এলাকার শাহানা মঞ্জিল এর নুরুল ইসলাম এর ছেলে।

আজ বুধবার দুপুরে এএসআই রাজিব কুমার রায়, আব্দুল জলিল, সেলিম মিয়াসহ একদল পুলিশ আলমপুরে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগোলাবাজার থানার ওসি মো. আখতার হোসেন।

পুলিশ সূত্র জানায়,

গোলাপগঞ্জ থানার  বাগলা গ্রামের মৃত মুশাহিদ আলীর ছেলে মো. কামাল হোসেন এর মোটরসাইকেল (ইয়ামাহা) গত ৮ মার্চ বাঘা এলাকা হইতে চুরি হয়।

ধৃত আল আমিনকে জিজ্ঞাসাবাদে সে তার অপরাপর সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। মোটর সাইকেল এর মালিক কামাল হোসেন (৩৫) এজাহার দায়ের করিলে মোগালাবাজার থানায় মামলা (নং-০৬) রুজু করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১