আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:১৪

করোনা: সৌদিতে আরেক বাংলাদেশির মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০, ০১:১৪ অপরাহ্ণ
করোনা: সৌদিতে আরেক বাংলাদেশির মৃত্যু

প্রবাস বার্তা:: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাস কেড়ে নিল আরেক বাংলাদেশির প্রাণ।

মৃত মোহাম্মদ জাহিদের (৪৫) বাড়ি চাঁদপুর জেলার হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জাহিদের মেয়ে জান্নাতুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার বাবা গত বৃহস্পতিবার সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের লেবার সচিব আমিনুল ইসলাম বলেন, ‘মেডিকেল রিপোর্ট অনুযায়ী জাহিদ করোনায় মারা গেছেন।’

ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি ঢাকাস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে কাগজপত্রসহ আবেদন করা হয় তাহলে বাংলাদেশ সরকার পরিবারকে তিন লাখ টাকা দেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের নানা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেড় শতাধিক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তবে বেশিরভাগ দেশই সরকারিভাবে তাদের তথ্য জানায়নি। ওইসব দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় ও দূতাবাসের সংগৃহীত তথ্যে এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১