আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:১৩

করোনায় আক্রান্ত হয়ে লন্ডনে প্রাণ গেল আরেক সিলেটির

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত হয়ে লন্ডনে প্রাণ গেল আরেক সিলেটির

প্রবাস বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের লন্ডনে মো. সোহেল আহমেদ নামের আরেক সিলেটির মৃত্যু হয়েছে।

নিহত সোহেলের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০বছর।

গতকাল রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে লন্ডনের এনফিল শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।

সোহেল আহমদের বোনের স্বামী মো.আব্দুল হালিম জানান, নিহত সোহেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আজ সোমবার (৩০ মার্চ) সকালে বরইকান্দি গ্রামের প্রবীণ মুরুব্বি গেদা মিয়া।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১