আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:২১

জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
জার্মানিতে করোনায় আক্রান্ত ৫ বাংলাদেশি

আন্তর্জাতিক বার্তা:: মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানিতে থাকা ৫ বাংলাদেশি নাগরিক। আক্রান্তদের ১জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।

রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শুণ্য দশমিক ছয় শতাংশ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১