আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:০৩

১৭ মার্চ সকালে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট আ.লীগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২০, ০২:১৫ অপরাহ্ণ
১৭ মার্চ সকালে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট আ.লীগ

সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ১৭ মার্চ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

ওইদিন সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে।

ওইদিন বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১