
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপােরেশনের ‘খাদ্য ফান্ডের’ ত্রাণসামগ্রী বিতরণে আদেশ জারি করেছে সিসিক।
করোনাভাইরাসে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষিতে সিলেট নগরীতে প্রায় ৬৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তার লক্ষে গঠিত এই খাদ্য ফান্ডের ত্রাণসামগ্রী যাতে সুষ্টুভাবে বন্ঠন হয় সে জন্যই এ আদেশ জারি করা হয়।
শুক্রবার রাতে (স্মারক নং-৪৬.০৭.০০০০.০০৪০১৯.০০১.১৯-৬২৮/১/৩৬) এ আদেশ জারি করা হয়।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারী সিদ্ধান্তে চলমান ছুটিতে সিলেট সিটি করপোরেশন এলাকায় অবস্থান বা বসবাসরত কর্মহীন-শ্রমজীবি হত দরিদ্র নাগরিকদের সাহায্যার্থে গঠিত হয় “খাদ্য ফান্ড”।
এই খাদ্যফান্ড থেকে সিলেট সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে।
এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী স্বাক্ষরিত ও জনস্বার্থে জারিকৃত এক আদেশে ওয়ার্ড কাউন্সিলরদের কোন ভাবেই ওয়ার্ড ভিত্তিক বরাদ্দকৃত ত্রান সামগ্রী স্ব স্ব ওয়ার্ড বর্হিভূত এলাকায় এবং ভোটার ভিত্তিক বন্টন করা যাবে না মর্মে আদেশ জারি করা হয়।
এছাড়া প্রতি ওয়ার্ডে বরাদ্দকৃত ত্রান সামগ্রী স্ব স্ব ওয়ার্ডে বসবাসর হত দরিদ্র নাগরিকদের মধ্যে সমভাবে বন্ঠন করার অনুরোধ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।