আজ বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৩:৫৮

বাসার বাইরে বের হওয়ায় প্রবাসীকে ১৫হাজার টাকা জরিমানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০২:৪২ অপরাহ্ণ
বাসার বাইরে বের হওয়ায় প্রবাসীকে ১৫হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীতে বাসার বাইরে বের হওয়ায় এক প্রবাসীকে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সিলেট নগরীর মজুমদারী এলাকায় প্রবাসী নুরুদ্দিনের ছেলে সিদ্দিকুর রহমানকে জরিমানা করা হয়।

সিসিকের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের বলা হয়েছে নিজ নিজ বাসাতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে।

প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তারপরও ওই প্রবাসী নিজ বাসাতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে চলাফেরা করেন।

আগামী ১ এপ্রিল পর্যন্ত প্রবাসী সিদ্দিকুর রহমান তিনি হোম কোয়ারেন্টিনে থাকার কথা।

কিন্তু সেটি না মেনে তিনি সোমবার সকালে বাসা থেকে বের হয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাকে দেখতে পাই। তখন সরকারি আইন অমান্য করায় প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে সিসিকের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘করোনাভাইরাস বিষয়ে সিসিকের পক্ষ থেকে আমরা মানুষজনকে সচেতন করছি।

এছাড়া প্রবাসিরা যেন হোম কোয়ারেন্টাইন মেনে চলেন তার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

কেউ না মানলেই তাকে জরিমানা করা হচ্ছে। আমার এলাকায় ২০০ জনের বেশি মানুষ বিদেশ ফেরত। আমি তাদেরকে আহ্বান জানাবো তারা যেনো সরাকারি নির্দেশ মেনে চলে।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১