আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:৩৭

হবিগঞ্জে তিন সহস্রাধিক মানুষ পেলেন ফ্রি চক্ষুসেবা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২০, ০৭:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জে তিন সহস্রাধিক মানুষ পেলেন ফ্রি চক্ষুসেবা

মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ফ্রি চক্ষুসেবা পেয়েছেন তনি সহস্রাধিক মানুষ। এর মধ্যে তিন শতাধিক রোগীকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

সায়হাম গ্রুপের উদ্যোগে এবং মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির সহযোগিতায় বিনামূল্যে এ চক্ষু শিবির মঙ্গলবার সকল ৮টা থেকে বিকাল পর্যন্ত চলে।

নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান সৈয়দ মো: জাবেদের সভাপতিত্বে উদ্ভোধণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সৈয়দ মোশাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো: শামীম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম,সাংবাদিক আলাউদ্দিন আল রনি, জামাল মো: আবু নাসের, সায়হামের কর্মকর্তা এরশাদ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে ১৯৮৪ সাল থেকে সায়হাম গ্রুপ বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১