আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:৩২

করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৬১৯জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২০, ০৭:৩৯ অপরাহ্ণ
করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৬১৯জনের মৃত্যু

স্পেনে মৃতদের স্মরণে গির্জাায় এভাবে প্রার্থনা করা হয়। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বার্তা:: স্পেনে মৃতদের স্মরণে গির্জাায় এভাবে প্রার্থনা করা হয়

প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে ইতািতে।

আজ রোববার (১২ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মোট ৬১৯ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এমনটাই জানাচ্ছে সিএনএন ও আল জাজিরা। শনিবার এ সংখ্যা ছিল ৫১৯।

গত তিনদিন করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা কমছিল ইউরোপের দেশ স্পেনে। অন্য সব সূচকও ছিল অনেকটা নিম্নমুখী। এতে কিছুটা আশার আলো দেখলেও ফের বাড়লো ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৯৭২ জনে। আর মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ১৯ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র মৃত্যু ও আক্রান্তের দিক থেকে এরই মধ্যে সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৬০৮ জনের। আক্রান্ত ৫ লাখের বেশি।

বিশ্বে এ মহামারিতে এরই মধ্যে মারা গেছে ১ লাখ ৯ হাজার। আর আক্রান্ত ১৭ লাখের বেশি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১