আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:৩১

করোনা: সৌদিতে কারফিউ অমান্য করায় গ্রেফতার ৪

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ
করোনা: সৌদিতে কারফিউ অমান্য করায় গ্রেফতার ৪

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে জারি করা কারফিউ অমান্য করায় সৌদি আরবের রিয়াদে রোববার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে। সৌদি পুলিশের মুখপাত্র শাকের আল-তাওজিরি সাংবাদিকদের জানান, আটক ব্যাক্তিরা কারফিউ ভেঙে রিয়াদের রাস্তায় গাড়ি চালিয়ে সেটির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

দেশটির প্রশাসন যেখানে কারফিউর সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টা থেকে শুরু করা হয়েছে, সেখানে আটক ওই সৌদি নাগরিকরা কারফিউকে নিরুৎসাহীত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারফিউ ভঙের ভিডিও ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে।

রোববার থেকে জেদ্দায় কারফিউর সময় বাড়ায় দেশটির প্রশাসন। সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় কারফিউর সময়ও বাড়ানো হয়েছে।

দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩ জনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১