আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১১:১২

নগরীর সড়কে অজ্ঞান ফিনল্যান্ডের নাগরিক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২০, ০৭:৩৬ অপরাহ্ণ
নগরীর সড়কে অজ্ঞান ফিনল্যান্ডের নাগরিক

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর সড়কে অজ্ঞান হয়ে পড়ে থাকা ফিনল্যান্ডের এক নাগরিককে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ফিনল্যান্ডের নাগরিক মি. মার্কুকে। দুইমাস আগে সিলেটে এসেছেন বেরানোর উদ্দেশে।

আজ শনিবার বিকেলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে থাকা ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ফিনল্যান্ডের যুবক মি. মাকু (৪৫) প্রায় দুই মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন মার্কু।

সিলেট মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, শনিবার বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে আসা একটি দল অ্যাম্বুলেন্সযোগে মার্কুকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১