আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:১৮

ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭হাজার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ০১:২৮ পূর্বাহ্ণ
ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ৭হাজার

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রাত হয়ে মৃত্যুর মিছিল থেমে নেই ইতালিতে। ক্রমশ দীর্ঘ হচ্ছে লাশের সারি।

শনিবার থেকে দেশটিতে প্রতিদিন ৬০০ এর অধিক প্রাণ হারাচ্ছে। বুধবার সেখানে প্রাণ হারিয়েছে ৬৮৩ জন। আর এর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৭ হাজার ছাড়িয়ে গেছে (৭৫০৪)। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৩৮৬।

শনিবার ইতালিতে একদিনে সর্বোচ্চ ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। রোববার ও সোমবার মারা গিয়েছিল ৬৫০ ও ৬০২ জন। মঙ্গলবার ৭৪৩ জনের মৃত্যু হয়। বুধবার সেটা কমে ৬৮৩ তে এসে দাঁড়িয়েছে।

এখনো দেশটির উত্তরাঞ্চলের লোম্বার্ডিতে মৃতের হার সবচেয়ে বেশি। এখানেই মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৪৬ জন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৯ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ১৫৭ জন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১