আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:৫৬

করোনায় নিউইয়র্কে ২৪ঘন্টায় ৪৮০০জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২০, ০৩:২০ পূর্বাহ্ণ
করোনায় নিউইয়র্কে ২৪ঘন্টায় ৪৮০০জনের মৃত্যু

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবল হঠাৎ করে নিউইয়র্কে বেড়ে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৬৮ জনে পৌঁছেছে। শেষখবর পাওয়া পর্যন্ত কেবল নিউইয়র্কেই কোভিড-১৯ সংক্রমণে মারা গেছেন ১১৪ জন।

রোববার স্থানীয় সময় সকালে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুউমো এই তথ্য দিয়েছেন। শহরটির মেয়র বিল ডে ব্ল্যাসিও একে গত কয়েক দশকে সবচেয়ে বড় জাতীয় সংকট বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ব্ল্যাসিও বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসযন্ত্র না পাই তাহলে এমন মানুষকেও মরতে হবে যাদের মরার কথা ছিলো না।

পুরো যুক্তরাষ্ট্রেজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৩৯ জন। মারা গেছেন ৩৮৮ জন।

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১