আজ বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ১১:২৭

আগাম বেতন দিয়ে কর্মচারীদের ছুটি দিলেন নিপুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২০, ০১:১১ পূর্বাহ্ণ
আগাম বেতন দিয়ে কর্মচারীদের ছুটি দিলেন নিপুন

বিনোদন বার্তাঃ ছবি করার পাশাপাশি চিত্রনায়িকা নিপুন একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীও বটে।

এই তালিকায় অনেক আগেই নাম লিখিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর বনানীতে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র কর্ণধার তিনি।

করোনা প্রাদুর্ভাবের কারণে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছেন। বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিয়েছেন নিপুণ। নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

নিপুণ বলেন, ‘আপনারা জানেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।’

কিছুদিন আগে নিপুণের মা ও মেয়ে বিদেশ থেকে এসেছেন। বিষয়টি উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘আমার মা-মেয়ে কিছুদিন আগে নিউ ইর্য়ক থেকে এসেছেন। আর আমার ভাই থাইল্যান্ড থেকে এসেছেন। ওনারা নিজেদের গৃহবন্দি রেখেছেন। আমি চাই আপনারা যারা বিদেশ থেকে এসেছেন তারাও নিজেদের গৃহবন্দি করে রাখেন। একটু সাবধানতা অবলম্বন করলে আমরা করোনার সাথে হয়তোবা যুদ্ধ করতে পারব।’

 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১