আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:২১

‘এই তুমি সেই তুমি’র দ্বারা ফিরছেন কবরি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২০, ০৮:২৫ অপরাহ্ণ
‘এই তুমি সেই তুমি’র দ্বারা ফিরছেন কবরি

সারাহ বেগম কবরী-ফাইল ছবি

বিনোদন বার্তা:: ‘এই তুমি সেই তুমি’ ছবির দ্বারা আবারো চলচ্চিত্র জগতে ফিরছেন কবরি।

একসময়ের জনপ্রিয় নায়িকা কবরী পরিচালিত প্রথম ছবি ‘আয়না’ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এরপর রাজনীতিতে জড়িয়ে পড়ায় তাকে আর চলচ্চিত্রে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ১৪ বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন সারাহ বেগম কবরী।

আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে কবরী পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ এর শুটিং । ঢাকার উত্তরায় প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন ছবির নায়ক রায়হান রিয়াদ। পাঁচ দিনের এই শুটিংয়ে অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন বলে জানান কবরী।

শুটিংয়ের জন্য ১৭ মার্চ দিনটি বেছে নেওয়ার কারণ হিসেবে কবরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কিছু একটা করার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আয়োজন সীমিত পরিসরে হচ্ছে। তাই দিনটিকে আমার জীবনে স্মরণীয় করতেই নতুন ছবির শুটিংয়ের জন্য এই দিনকেই বেছে নিয়েছি।’

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী। সরকারি অনুদানের এ ছবিতে অভিনয়ও করবেন কবরী নিজেও।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১