আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:১৮

কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জের পরিত্যক্ত রোপওয়ে পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আনা হবে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৭:২৯ অপরাহ্ণ

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত রেলওয়ের যে পরিত্যক্ত রোপওয়ে রয়েছে, তা পর্যটন মন্ত্রণালয়ের অধীনে আনা হবে। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি। আজ বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘সিলেটের যে রোপওয়ে, যা আগে পাথরের কাজে লাগতো। এই প্রজেক্ট এখন তাদের নেই। আমি (রেল মন্ত্রণালয়ের) মন্ত্রীর সাথে আলাপ করবো। এটাকে যাতে ট্যুরিজমের আওতায় এনে আমাদের ট্যুরিজমকে আরো প্রমোট করা যায়, সে বিষয়ে চেষ্টা করবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেটের পর্যটন নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে।’

প্রসঙ্গত, ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) হচ্ছে একটি ঐতিহাসিক স্থাপনা। ষাটের দশকে ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় ১১ মাইল দীর্ঘ রোপওয়ে নির্মাণ করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১