আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:০৬

ইতালিতে বাড়ছে লাশের মিছিল, আরও ৭৯৩জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ০১:৫৪ পূর্বাহ্ণ
ইতালিতে বাড়ছে লাশের মিছিল, আরও ৭৯৩জনের মৃত্যু

আন্তর্জাতিক বার্তাঃ ইতালির আকাশ-বাতাসজুড়ে বইছে লাশের গন্ধ। পর্যাপ্ত জায়গা না হওয়ায় দেওয়া হচ্ছে গণকবর।

প্রাণঘাতী করোনাভাইরাসে ক্রমশ বাড়ছেই লাশের মিছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৯৩ জনের প্রাণহানির হয়েছে। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন। এ দিকে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৫৭ জন। ইতালিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।

মিলানের কবরস্থানগুলোতে দাফনের জায়গা না থাকায় কাছের শহরে বারগেমোতে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে স্থানীয় কবরস্থানের সংশ্লিষ্টরা বিপুল সংখ্যক মরদেহ সৎকারের কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন।

ইতালির মিলান শহরের  কবরস্থানগুলোতে দাফনের জায়গা সংকুলান না হওয়ার মধ্যেই দেখা দিয়েছে মরদেহ দাফনকারী কর্মীর সংকট। প্রতিনিয়ত মৃতদেহ আসতে থাকায় সৎকার কাজে হিমশিম খাচ্ছেন বর্তমান কর্মীরা। করোনাভাইরাস ভয়াবহ ছোঁয়াচে হওয়ায় মৃতদের দাফনে সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না নতুন কর্মী।

যে শহর মানুষের পদচারণায় দিনরাত মুখররিত হয়ে থাকতো আজ সেই শহর নীরব নিস্তব্ধ। চারদিকে শুধু এম্বুলেন্সের সাইরেন। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। এ যেন এক মৃত্যুপুরী।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১