আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:০৯

লাক্কাতুরায় রিভলবার, মোগলাবাজার থেকে এয়ারগান উদ্ধার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২০, ০৪:১২ অপরাহ্ণ
লাক্কাতুরায় রিভলবার, মোগলাবাজার থেকে এয়ারগান উদ্ধার

উদ্ধারকৃত ৩টি আগ্নেয়াস্ত্র।

নিজস প্রতিবেদক:: সিলেটের লাক্কাতুরায় থেকে বিদেশি রিভলবার ও মোগলাবাজার এলাকা থেকে ২টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছেন র‌্যাব-৯’র সদস্যরা।

পৃথক পৃথক অভিযানে এ ৩টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে রবিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

সংবাত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার বিকাল ৩টার দিকে মোগলাবাজার থানাধীন ভগটিপুর বড়বাড়ী সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী এয়ারগান ও ২৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।

এদিন রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান সংলগ্ন এয়ারপোর্ট গামী রাস্তার পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী রিভলবারটি উদ্ধার করা হয়।

দুটি অভিযানেই নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১