আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৪:৪৫

সিলেটে ভিন্নধর্মী মাস্ক বাজিমাত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১৪, ২০২০, ০২:৩৪ অপরাহ্ণ
সিলেটে ভিন্নধর্মী মাস্ক বাজিমাত

নিজস্ব প্রতিবেদক:: ‘করোনা’র দোহাই দিয়ে যখন সিলেটসহ সারাদেশে ‘মাস্কের’ বাজারে চলছে অনিয়ম আর আকাশসম মূল্যে বিক্রি হচ্ছিল পাঁচ-দশেক টাকার মাস্ক। তখন সিলেটবাসীর চোখ কপালে উঠেছিল প্রায়। একি করেন ব্যবসায়ীরা ১৫ টাকার মাস্ক কেন ১৫০টাকা।

ঠিক সেই মুহুর্তে কিছু তরুণ। কিছু তরুণী। একঝাঁক স্বপ্নের ফেরিওয়ারা সিলেট নগরীতে মাস্ক দিয়ে বাজিমাত করলেন।

তারা নগরীর পথে-প্রান্তরে গরীব-দু:খী, অসহায়, দিনমজুর, পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক পরিয়ে দিলেন।

আজ শনিবার (১৪ মার্চ) করেছে \’ব্লাড সোলজার সোসাইটি\’। সংগঠনটির উদ্যোগে রিকশাচালক ও গরিবদের মধ্যে নগরে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

শনিবার দুপুরে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বন্দরবাজার পর্যন্ত হেঁটে হেঁটে \’ব্লাড সোলজার সোসাইটি\’র নেতৃবৃন্দ রিকশাচালক এবং গরিব পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন এবং পরিয়ে দেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক\’র ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী ও সময় টিভি\’র সিলেট ব্যুরো ইকরামুল কবির।

\”\”
উপস্থিত ছিলেন \’ব্লাড সোলজার সোসাইটি\’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম সাকিল, সাবেক সভাপতি তানিম মুন্না, বর্তমান সাধারণ সম্পাদক হুসাইন আহমদ তুহিন, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নুমান, অর্থসম্পাদক সৌরভ মণি, মহিলাবিষয়ক সম্পাদক সাহারা তুলি, কোষাধ্যক্ষ আবদুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান, ব্লাড গ্রুপের প্রধান ওসমান, সদস্য মাস্টার বাপ্পী, সোহাগ ও ফারহান।

জানা গেছে, \’ব্লাড সোলজার সোসাইটি\’র পক্ষ থেকে আজ নগরে ৫ শত মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিতরণকালে সোসাইটি\’র নেতৃবৃন্দ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে কী কী সচেতনতা অবলম্বন করতে হবে সে বিষয়ে প্রচারণা চালান।

এসময় তারা বলেন, এই বিনামূল্যে মাস্ক বিতরণ আমাদের একটি \’প্রতীকি প্রতিবাদ\’ও। যে অসাধু ব্যক্তিরা প্রাণঘাতি করোনাভাইরাসের সময় মানবতাকে বিসর্জন দিয়ে ২০-৩০ টাকার মাস্ক চড়া মূল্যে বিক্রি করেছে তাদের বিরুদ্ধে এ মৌন প্রতিবাদ।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১