আজ শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৫৬

২০০ ঘর পুড়ার পর নিয়ন্ত্রণে আগুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ০২:২৩ অপরাহ্ণ
২০০ ঘর পুড়ার পর নিয়ন্ত্রণে আগুন

সিলেটের বার্তা ডেস্ক:: ২০০ ঘর পুড়ার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। রাজধানী ঢাকার মিরপুরের রূপনগর বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। বেলা পৌনে ১টার দিকে নিয়ন্ত্রণে আসে।

৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির ২০০’র বেশি ঘর পুড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে ঘণ্টা দুয়েকের মধ্যে আনুমানিক ২০০ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বস্তিতে ছিলেন না। কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন। আর যারা ছিলেন তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আগুনের সংবাদ পাওয়ার পর থেকে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১