আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি, রাত ৩:৪৩

মানুষকে ঘরমুখী করতে লাঠি হাতে পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ
মানুষকে ঘরমুখী করতে লাঠি হাতে পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে সরকারের পক্ষ থেকে ঘর থেকে বের না হওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছে।

কিন্তু তবুও মানুষ ঘরে থাকছে না। হাটবাজার ও টোংদোকানে এখনও মানুষকে আড্ডায় মেতে উঠতে দেখা যাচ্ছে। বাধ্য হয়ে পুলিশকে কড়া হতে দেখা গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে কোথাও কোথাও লাঠিচার্জ করে মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে পুলিশ। দোকানপাটও বন্ধ করে দেয়া হচ্ছে। রাজধানী ও দেশের বিভিন্ন নগর, এলাকা, হাটবাজারে পুলিশকে টহল দিতে দেখা গেছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ করে দিয়েছে। এছাড়া বাইরে হাঁটাহাঁটি ও আড্ডারত মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে।

সম্পর্কিত খবর
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, ৩ পুলিশ আহত
ভারতে আটকে রয়েছেন বহু বাংলাদেশি
করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে অস্ত্র-গুলি কেনার হিড়িক
সরেজমিনে দেখা গেছে, ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা যেসব বাড়িতে প্রবাসী রয়েছেন, সেসব বাড়িতে ব্যানার টাঙিয়ে দিয়েছে।

শেরেবাংলা নগর থানা বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছে। রাস্তার পাশের টোংদোকান না খোলার জন্য অনুরোধ করেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‌‌করোনাভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১