নিউক্যাসলে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
গতকাল স্থানীয় নিউক্যাসল বাংলাদেশ সেন্টারে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ইজহারে হক নিউক্যাসল এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা হামিদুর রহমান হিলাল এবং পরিচালনা করেন হাফিজ ইমদাদুর রহমান চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতে করেন হাফিজ আনওয়ার হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারের সাবেক চেয়ারম্যান খালিদ মিয়া অলিদ, এনবিএর ভাইস চেয়ারম্যান সুফি মিয়া বিশিষ্ট মুরব্বি জহুর উদ্দিন, মাওলানা লুবাব আহমে, মাওলানা মঞ্জুরুল হুদা, আলহাজ জামিল খান
সৈয়দ ফয়জুল ইসলাম, সৈয়দ এহসান, সাইদুল হুসাইন, শফিক মিয়া, আব্দুর রহিম।

বক্তব্যে বলেন, “নিউক্যাসলসহ সমগ্র নর্থইস্টে একমাত্র আমাদের পরিচিত মুখ, ইমাম ও কমিউনিটির অভিভাবক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী প্রার্থী হচ্ছেন।
আমাদের দায়িত্ব হবে সবাই মিলে তাঁর পাশে দাঁড়ানো এবং পূর্ণ সমর্থন জানানো।”
সভায় দল-মত নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের মানুষ এ সভায় অংশগ্রহণ করেন।
পরিশেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।