সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২৬ নভেম্বর, ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৯ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর, মনোনয়ন বিতরণ শুরু হবে ২ ডিসেম্বর, মনোনয়ন জমা শুরু হবে ৩ ডিসেম্বর, মনোনয়নের জমাদানের শেষ তারিখ ৪ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাচাই হবে ৬ ডিসেম্বর ।
এরপর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ৭ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর, এছাড়াও প্রার্থীতা আপিল ও নিষ্পত্তি হবে ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ১১ ডিসেম্বর এবং ২০ জানুয়ারি সকাল ৯ টা বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের ভোট গণণা ওএমআর পদ্ধতিতে হবে এবং এলইডির মাধ্যমে ভোট গণণা দেখানো হবে।



