আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে গাড়ি ভাঙলেন মেয়র, শ্রমিকদের অবরোধ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২০, ১২:৩৫ অপরাহ্ণ
স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে গাড়ি ভাঙলেন মেয়র, শ্রমিকদের অবরোধ

স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে গাড়ি ভাঙলেন মেয়র, শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক:: স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে গাড়ি ভাঙচুর করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে ফেলেন।

ঘটনাটি আজ বুধবার সোয়া ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সিভিল সার্জন অফিসের সামনে ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বললে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পরে মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন শ্রমিকরা।

স্ট্যান্ডের চালক শাহেদ আলী জানান, সকাল ১১টার দিকে হঠাৎ করেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কয়েকজন লোক নিয়ে এসে স্ট্যান্ডে থাকা গাড়িগুলো ভাঙচুর শুরু করেন এবং সাহেল নামের এক শ্রমিককে মারধর করেন। পরে শ্রমিকরা প্রতিহত করতে এগিয়ে এলে চলে যান তারা।

এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল চৌধুরীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, রাস্তা পরিষ্কার নিয়ে চৌহাট্টায় মেয়রের সাথে গাড়ি শ্রমিকদের ঝামেলা হয়েছে। এসময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০