আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে ‘করোনাভাইরাসে’ প্রবাসী নারীর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ
সিলেটে ‘করোনাভাইরাসে’ প্রবাসী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা এক প্রবাসী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যায় যোগ হয়েছে সিলেট। এ পর্যন্ত মোট ৩জনের প্রাণহানি ঘটেছে।

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার ওই নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।

রবিবার আইইডিসিআর থেকে লোকজন এসে তার রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের কথা ছিল।

যুক্তরাজ্য ফেরত ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গেছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০