নিজস্ব প্রতিবেদক:: ‘মোদির বাংলাদেশ সফর, মানবে না জনগণ’।
‘কসাই মোদির গতিতে, আগুন জ্বালাও একসাথে’।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধি প্রকম্পিত ছিল আধ্যাত্মিক রাজধানী সিলেট।

সিলেটে ইসলামি সমমনা দলের মিছিলের একাংশ।
আক শুক্রবার (০৬মার্চ) জুমার নামাজের পর সিলেট নগরীর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্টে এসে একত্রিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমমনা ইসলামি দলসমূহের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমমনা ইসলামি দল সিলেটের সমন্বয়ক মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মজদুদ্দীন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি, সাবেক সাংসদ মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান, ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ফয়জুল হক, কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা এছাড়াও জমিয়ত-খেলাফত মজলিস এর জেলা ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে মোদির বাংলাদেশ আমন্ত্রণ বাতিলের সিদ্ধান্ত নেয়ার জোর দাবি জানান।
অন্যথায় বিমানবন্দর ঘেরাও করে মোদিকে প্রতিহত করবে।