আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বানিয়াচংয়ে স্বেচ্ছায় লকডাউন মহল্লা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ১১:৪০ পূর্বাহ্ণ
বানিয়াচংয়ে স্বেচ্ছায় লকডাউন মহল্লা

বানিয়াচংয়ে নিজেরাই মহল্লা লকডাউন করেছেন এলাকাবাসী।

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বেচ্ছায় মহল্লা লকডাউন করেছেন এলাকাবাসী।

করোনাভাইরাস প্রতিরোধে নিজেরাই মহল্লাকে লকডাউন করেছেন এলাকাবাসী। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার যুবকরা মিলে এ উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি মহল্লার মসজিদ, মক্তবসহ প্রতিটি এলাকায় জীবাণুনাশক ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করছেন তারা।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে মহল্লার প্রবেশ পথ বন্ধ করে বাইরের লোকদের প্রবেশ বন্ধ করে দেন তারা। তারা নিজেরাও খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাজারে বের হলে ফেরার পথে মহল্লার প্রবেশমুখেই সারা শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে ভিতরে প্রবেশের নিয়ম চালু করছেন তারা।

এলাকার ব্যবসায়ী নেতা সেলিম, ছাত্রনেতা মামুন, মাসুম, রিপনসহ পুরান তোপখানা গ্রামের যুবকরা নিজ মহল্লাকে নিরাপদ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বানিয়াচংবাসী।

উপজেলার অন্যান্য মহল্লায়ও এ ধরনের উদ্যোগ গ্রহণ করার কথা ভাবছেন তারা।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০