আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর কাছে মহানগর যুবলীগের স্মারকলিপি, সিলেটে বঙ্গবন্ধুর মুর‍্যাল নির্মাণের দাবি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০, ০৫:৫৪ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে মহানগর যুবলীগের স্মারকলিপি, সিলেটে বঙ্গবন্ধুর মুর‍্যাল নির্মাণের দাবি

সিলেটের বার্তা ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল সিলেট শহরের প্রাণকেন্দ্রে স্থায়ীভাবে নির্মাণের দাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট মহানগর যুবলীগ।

জাতির পিতা মুর‌্যাল নির্মাণের দাবিতে শনিবার বেলা ২টায় পররাষ্ট্রমন্ত্রী বরাবরে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের পূর্বে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে সিলেট মহানগর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, এই সিলেটে বঙ্গবন্ধু কারান্তরীণ ছিলেন কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার ৫০ বছর পরও সিলেট শহরে স্থায়ীভাবে বঙ্গবন্ধুর কোনো মুর‌্যাল নির্মাণ করা হয়নি। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পূর্বেই সিলেট শহরের প্রাণকেন্দ্রে জাতির পিতার মুর‌্যাল নির্মাণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিকট সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে বিনীত আবেদন জানান।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০