নিজস্ব প্রতিবেদক:: খাদ্য সহায়তা নিয়ে সিলেটে নদী পাড়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
রবিবার নগরীর গোটাটিকর নয়াবস্তির ৮ টি পরিবারের নয়াবস্তির নদীর পাড়ে অবস্থিত কলোনিতে বসবাসকারীদের মধ্যে থানা পুলিশ সদস্যদের স্বউদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাহফুজা আক্তার শিমুল , মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে , অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন , আলমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজিব রায় প্রমুখ।