আজ রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের আনন্দ মিছিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের আনন্দ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে দক্ষিণ সুরমা থানা শ্রমিক দল।

বুধবার বিকেলে নগরীর ভাবনা পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হুামায়ুন রশিদ চত্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ আফজাল আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জুমেল আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মোগলা বাজার থানা শ্রমিক দলের সহ সভাপতি শাহিন আহমদ, মোগলা বাজার থানা কমিটির সদস্য সচিব খালেদুর রহমান, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক কামরুজ্জামান চৌধুরী, তাজুল ইসলাম, মোঃ বদরুল ইসলাম , আশিফ হোসেন সৌমিক, মামুন আহমদ, কামাল আহমদ,মোঃ আজমল আহমদ, মোঃ জাহাঙ্গির আলম, রাকিব আলী, খাইরুল বারি রিপন, মোহাম্মদ নামর আলী, সদস্য নোমান আহমদ, সুহেল আহমদ,আব্দুল গফুর নাঈম, মোঃ আজিজ আহমদ জাহেদ, ফরহাদ আহমদ সহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে দলে শৃঙ্খলা সবচেয়ে জরুরি।

সমাবেশে বক্তারা আরও বলেন, দল কী নির্দেশ দিচ্ছে, তা কর্মীদের মাথায় রাখতে হবে। কেউ যদি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এদিক-ওদিক যান, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কেউ ব্যক্তিগতভাবে বড় নই, আমরা দলের ক্ষুদ্র কর্মী মাত্র।

তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে যুবসমাজের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান চান যুবসমাজ প্রতিষ্ঠিত হোক, যাতে তারা দেশের ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হয়।

উল্লেখ্য, ১৪ আগস্ট নগরীর হক সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ মোঃ আফজাল আলীকে আহবায়ক ও শাহীনুজ্জামান শাহীনকে সিনিয়র যুগ্ন-আহবায়ক ও জুমেল আহমদকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০